• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে মিনি সুন্দরবন ধ্বংস করে পুকুর খনন!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মীরর্জাপুর (পরানপুর) নদীর চরের মিনি সুন্দরবন ধ্বংস করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, রমজাননগর -কৈখালী ব্রিজ পার হয়ে মীরর্জাপুর গ্রামের সাহাজান গাজীর ছেলে মো. বকুল গাজী নদীর চরে গড়ে উঠা মিনি সুন্দরবনের ছোট বড় শতাধিক গাছ কেটে প্রায় ২৫ শতক নদীর চর দখল করে পুকুর খনন করেছে। বকুল গাজী প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা বাধা দিতে পারে না’। তারা আরও জানায়, ‘বিষয়টি নিয়ে অনেক সচেতন ব্যক্তি ফেসবুকে লেখালেখি করলেও নজরে আসেনি প্রশাসনের। এ ভাবে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানের নদীর চরে গড়ে উঠা মিনি সুন্দরবন ধ্বংস করে চলেছে একটি কুচক্রী মহল’। এ বিষয়ে শ্যামনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী বলেন , ‘তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা