• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের দৌরত্ন থামছেই না। শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে আবারো ৩ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সকালে উপজেলার সর্ববৃহৎ হাট-বাজার নওয়াবেঁকী বাজারে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী জানান, ‘মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে চাউল বিক্রি করায় চাউল ব্যাবসায়ী শাহ-আলমকে ৫ হাজার টাকা ও গাজী ষ্টোরকে ১০ হাজার টাকা এবং আল-আমিন ষ্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের চায়ের দোকান বন্ধ করা সহ গণ-জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা