• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।বিকালে শ্যামনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারায় মূল্যতালিকা না থাকায় শ্যামনগর বাজারের চাউল কুড়ার দোকানদার মিঠুন কুন্ডুকে ২০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ী এক সপ্তাহ কারাদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৪০) ধারা মোতাবেক অধিক দামে পণ্য বিক্রয় করার অভিযোগে শ্যামনগর বাজারের সুশান্ত স্টোর কে ২০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ী এক সপ্তাহ কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া এই অভিযানের আগে কাশিমাড়ীতে একটি ইটের পাজায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

ছবি – শ্যামনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা