• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগর জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

বৃহস্পতিবার বিকালে শ্যামনগর সিএসআরএল এর কার্যালয়ে জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সভার আয়োজন করা হয়। বেঁড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় সরকারকে যুক্ত করা হোক ও জলবায়ু অভিযোজনের জন্য স্থানীয় পরিকল্পনা তৈরি করা হোক স্লোগানকে প্রাধান্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোঃ নাজিমুদ্দিনের সভাপতিত্বে এবং জলবায়ু পরিষদের সম্পাদক আশেক-ই-এলাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য প্রগতির সভাপতি শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও ডা. আলী আশরাফ সহ অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সহ অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, সাংবাদিক রনজিৎ বর্মন, এড. জি.এম. মুনসুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি গোপাল চন্দ্র মুন্ডা ও মতিন্দ্র দাস, ইউপি সদস্য সেলিনা সাঈদ, ভলান্টিয়ার লিড পিযুষ বাউলিয়া, কৃষক সিরাজুল ইসলাম ও আলতাব হোসেন, গ্রামপুলিশ শেফালী বেগম প্রমুখ। সভায় জলবায়ু পরিষদের কর্মপরিকল্পনা তৈরি করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা ও সকলকে সতর্ক থাকার আহব্বান জানানো হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা