• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শাহেদকে ধরতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি, চলছে তল্লাশি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা শাহেদ করিমকে ধরতে সাতক্ষীরায় পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা চলছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর থেকে এ অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যেন সে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য চলছে চিরুনি তল্লাশি অভিযান। জেলা পুলিশ সীমান্তে যাওয়ার পথে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী -বিজিবির পক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান।

সন্দেহজনক মাইক্রোবাস- প্রাইভেটকার তল্লাশি করা হচ্ছে। কোনভাবে শাহেদ ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য এ অভিযান চলছে বলে জানান সাতক্ষীরা সদর থানার  ইটাগাছা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর ফরিদ।

এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা শহরস্থ কামালনগরের একটি ফ্ল্যাটে গতরাতে অভিযান চালানো হয়েছে, যেখানে শাহেদ করিম সাতক্ষীরা অবস্থানকালে থাকতো। তাছাড়া তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি ঢাকা যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নং মামলার সাজা পাওয়া ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে।

আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতর ও বাংলাদেশ ব্যাংকের কাছে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান টিম প্রধান উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সই করা তলবি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বরাবর পাঠানো হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা