• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লোকেরা বলে, আমি কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট: ট্রাম্প

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

সংবাদ মাধ্যমের ওপর আবারো ক্ষোভ ঝারলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমে সমালোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের পক্ষে সাফাই গাইলেন। রোববার টুইটারে দাবি করেছেন, দেশের ইতিহাসে প্রথম মেয়াদে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি কাজ করেছেন তিনি। দেশবাসীর কাছে ‘কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট’ হিসেবে সুপরিচিত বললেন ট্রাম্প।

টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘যারা আমাকে চেনে এবং আমাদের ইতিহাস সম্পর্কে জানে তারা বলে দেশের ইতিহাসে আমি কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। আমি তা জানি না। কিন্তু আমি একজন কর্মঠ এবং সম্ভবত প্রথম সাড়ে তিন বছরে দেশের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমি অনেক বেশি কিছু করেছি। ভুয়া সংবাদ ঘৃণা করি।’

আরেকটি টুইটে ট্রাম্প কাজের বিবরণ দিয়েছেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত আমি কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে অন্য কোথাও যাইনি। তারপরও আমার কাজের ব্যর্থতা নিয়ে নিউইয়র্ক টাইমসে গল্প তৈরি হয়।’

সংবাদ মাধ্যমের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ‘এই ভয়ানক অবিচার বন্ধ করতে মিথ্যা সংবাদের প্রতিষ্ঠানসহ সবার বিরুদ্ধে মামলা করা উচিত।’

গত শনিবার সংবাদ সম্মেলন করলেও কাউকে প্রশ্ন করতে দেননি ট্রাম্প। তার মতে আমেরিকান সংবাদ মাধ্যম বেশির ভাগ সময় ‘শত্রুতাভাবাপন্ন প্রশ্ন’ করে। তাই সংবাদ সম্মেলনের কোনো প্রয়োজন মনে করেন না প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার কোভিড-১৯ চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর কথা বলে তীব্র সমালোচিত হন তিনি। যদিও পরে বলেছিলেন, সাংবাদিকদের প্রতিক্রিয়া দেখতে একটু মজা করেছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা