• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লেবু চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেবুর চাহিদা। আর তাই চাহিদার যোগান দিতে বরেন্দ্র ভূমিতে ক্রমেই বাড়ছে লেবুর বাগান। তুলনামূলকভাবে লেবু চাষে সেচ-সারসহ পরিচর্যা আর শ্রমিক খরচ খুবই কম থাকায় লাভের মুখ দেখছেন লেবু চাষিরা।

ধামইরহাট উপজেলার শিববাটি গ্রামের লেবু চাষি হাবিবুর রহমান। ১ বিঘা জমিতে চাষ করেছেন চায়না-৩ জাতের লেবু। গেল ৬/৭ মাসেই লেবু বিক্রি করেছেন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

লেবুর বাগান করতে খুব বেশি খরচও হয়না, পরিশ্রমও কম হয়। লাভজনক হওয়ায় দিন দিন লেবু চাষে ঝুঁকছেন কৃষকরা।

করোনার প্রভাবে ভিটামিন সি’র চাহিদা মেটাতে বাজারে ব্যাপকভাবে বেড়েছে লেবুর চাহিদা। নওগাঁ জেলার সদর, ধামইরাট, বদলগাছী, পোরশাসহ জেলায় অন্যান্য উপজেলাগুলোতেও এ বছর লেবু চাষ হয়েছে।

এদিকে, লেবু চাষ উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণসহ নানা ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ।

জেলা জুড়ে এ বছর ৩ জাতের লেবু চাষ হয়েছে প্রায় দেড়’শ হেক্টর জমিতে। যা থেকে গেল দুই মাসে বিক্রি হয়েছে অন্তত ২৩ কোটি টাকার লেবু।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা