• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লকডাউনে বেড়াতে গিয়ে পদ খোয়ালেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস মহামারি ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও চলছে লকডাউন। কিন্তু সেই লকডাউন নির্দেশনা অমান্য করে সপরিবারে সমুদ্র সৈকতে গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এ অপরাধে তাকে পদাবনতি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

আর লকডিউনের মধ্যে এভাবে ঘুরতে যাওযায় নিজেকে ‘গর্দভ’ বলেও ভৎসর্না করেছেন ডেভিড ক্লার্ক।

বিবিসি জানায়, তিনি সম্প্রতি লকডাউনের নির্দেশনা অমান্য করে মাউন্টেইন বাইকিংয়ে গিয়েছিলেন। এছাড়া, পরিবার নিয়ে সমুদ্র সৈকতে প্রায় ২০ কিলোমিটার ঘুরেও বেড়িছেন।

এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্নের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তার পদত্যাগ গ্রহণ করার বদলে তাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তিনি ক্লার্ককে সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

ডেভিড ক্লার্কের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরডার্ন বলেন, তার কাছ থেকে আমি আরও ভালো কিছু আশা করেছিলাম, তেমনি গোটা নিউজিল্যান্ডও আশা করেছিল।

লকডাউন নির্দেশনা অমান্য করায় শীর্ষ নেতা-কর্মকর্তার শাস্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। লকডাউন অমান্য করার শাস্তি হিসাবে গত রোববার পদত্যাগ করেছেন স্কটল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা ক্যাথরিন ক্যাল্ডারউড।

লকডাউন চলাকালে তিনি এডিনবার্গ থেকে ৬৫ কিলোমিটার দূরে নিজের দ্বিতীয় বাড়িতে যাওয়ার ঘটনায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা