• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকায় শ্যামনগর থানা পুলিশ,৩৭টি গাড়ি আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ জুন ২০২১  

করোনা কালীন মানুষকে সচেতন করার লক্ষে শনিবার সকাল থেকে শ্যামনগর চৌরাস্তায় অভিযান শুরু করে শ্যামনগর থানা পুলিশ। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)মোঃ সজীব খান এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম সহ শ্যামনগর থানার অফিসার ফোর্স বৃন্দ শনিবার শ্যামনগর থানা এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় লকডাউন অমান্য করে বাইরে গাড়ি নিয়ে চলাচল করার কারনে ২৭টি মটরসাইকেল, ৬টি ইজিবাইক, ২টি প্রাইভেটকার, ২টি নছিমনসহ মোট-৩৭ টি গাড়ী আটক করা হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে কোভিড-১৯ রোধে ঘরের বাহিরে না যাওয়া এবং জরুরী প্রয়োজনে সরকারী নির্দেশনা মেনে বাহির হওয়ার জন্য বলা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা