• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রাস্তায় ঘুরে ঘুরে সতর্ক করছেন সেনা সদস্যরা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন। জিপ, পিকআপ গাড়ি ও পায়ে হেঁটে সেনাবাহিনীর দল ‘সামাজিক দুরত্ব বজায় রাখার’ আহ্বান জানানো পাশাপাশি ‘জরুরি প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ’ করছেন। গত কয়েকদিন স্থানীয় প্রশাসনকে সেনাবাহিনী একইভাবে সহায়তা করলেও আজ থেকে তা আরো জোরদার হয়েছে। আজ অন্যান্য দিনের চেয়ে রাজধানীর রাস্তায় লোকজনের উপস্থিতি ও যানবাহন কম দেখা যাচ্ছে। 

সকালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গণপরিবহনের জন্য অপেক্ষমান কয়েকজনের সামনে একটি জিপ এসে দাঁড়াতে দেখা গেলো। জিপ থেকে নেমে সেনাসদস্যরা অপেক্ষমান ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন’। একই আহ্বান জানিয়ে কয়েকটি এলাকায় মাইকিং করতে দেখা গেছে। দুপুরে প্রগতি সরনিতে সেনাবাহীনির দল মাইকিং করছিলেন। এসময় কয়েকজন পথচারীকে রাস্তায় বের হওয়ার কারণও জানতে চান তারা। এরপর সতর্ক থাকার আহ্বান জানিয়ে চলে যেতে বলেন। 

একইভাবে পুলিশকেও রাজধানীর বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার, মুখে মাস্ক পরিধানের আহ্বান জানাতে দেখা যায়। এসব প্রচারকালে বেশি গুরুত্ব দেওয়া হয় রাস্তায় অযথা ঘোরাফেরা না করার জন্য। জরুরি কাজ না থাকলে সবাইকে বাসায় যাবার অনুরোধ করা হয়। একইভাবে পথে পথে চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া ও গন্তব্যের কারণ জানতে চাওয়া হচ্ছে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা