• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রাজধানীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৪

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৮ কেজি গাঁজা ও ৩০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর ধনিয়া মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে মনিরুজ্জামান নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যানে করে ঢাকায় গাঁজা আসছিলো বলে জানতে পারে র‌্যাব-৩। এ খবরে যাত্রাবাড়ীর ধনিয়া মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে পিকআপ ভ্যান, সিমেন্টের বস্তা ও গাঁজাসহ মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

এদিকে র‌্যাব-৩ এর অপর এক অভিযানে যাত্রাবাড়ী থানার বিপরীত পার্শ্বের মহাসড়কের ১টি ট্রাক থেকে ২৭০ বোতল ফেনসিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলেন- মো  জহুরুল ইসলাম, মো. ইকবাল হোসেন ও মো. আব্দুর রশিদ। 

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এবং গাঁজা এনে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ফাইজুল ইসলাম।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা