• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যুক্তরাষ্ট্রের আরও কয়েক রাজ্যে শিথিল হচ্ছে লকডাউন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

কোভিড নাইনটিন সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে শিথিল হতে শুরু করেছে লকডাউন। বিভিন্ন অঙ্গরাজ্যে পরিস্থিতি বুঝে তুলে দেয়া হচ্ছে লকডাউন। অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ব্যবসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। মারা গেছে প্রায় ৫৭ হাজার মানুষ। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। কোভিড- নাইনটিনের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করলেও বেকার হয়ে গেছেন প্রায় আড়াই কোটি মানুষ। অর্থনীতিতে পুরোপুরি ধস নামার আগেই তাই কিছুটা ঝুঁকি নিয়ে লকডাউন শিথিল করছে ট্রাম্প প্রশাসন। তাইতো দীর্ঘ লকডাউন শেষে টেক্সাসের সমুদ্র সৈকত এখন জমজমাট। তবে এখনো জনশূন্য রেস্টুরেন্টগুলো।

স্থানীয় এক নারী বলেন, আমার খুব ভালো লাগছে। এতদিন পর সমুদ্র সৈকতে আসতে পেরে। মনে হচ্ছে জেগে উঠেছি। এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম।

জর্জিয়া, নিউইয়র্ক, নিউজার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ব্যবসা পর্যায়ক্রমে পুনরায় চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিছুটা ঝুঁকি থাকলেও আয়ের পথ তৈরি হওয়ায় স্বস্তিতে মার্কিনীরা।

মার্কিনী এক ব্যবসায়ী বলেন, দুই মাস ধরে কারো কোনো আয় নেই। বেঁচে থাকতে হলে আয় তো করতে হবে। আমার মনে হচ্ছে এখন যা হবে ভালোর জন্যই হবে।

অর্থনীতিতে ধসের লাগাম টানতে বিভিন্ন অঙ্গরাজ্যে খুলে দেয়া হচ্ছে মুভি থিয়েটার, সেলুন, পার্লার। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের কড়া নির্দেশনা আছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা