• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যশোরে চিকিৎসকসহ আরও ১০ করোনা রোগী শনাক্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

যশোরে ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে যশোরের চৌগাছা উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ১ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন, কেশবপুরে এক চিকিৎসকসহ ৪ জন রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন বার্তা২৪.কম-কে বলেন, আক্রান্ত রোগীদের নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, করোনা রোগীদের বাড়ি লকডাউন করা হয়েছে। রোগীদের সাথে সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা