• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মোবাইল অ্যাপে করোনাভাইরাসের চিকিৎসাসেবা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

বিনামূল্যে করোনা ভাইরাস সম্পর্কিত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে। সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে ASK DOCTOR নামের এই অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা দিচ্ছেন তিন শতাধিক চিকিৎসক। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে সুস্থ রাখাই তাদের লক্ষ্য।

করোনা ভাইরাস সন্দেহ অথবা এ বিষয়ে জানতে প্রতিদিন গড়ে ৫০ হাজার ফোন কল আসে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের হটলাইনে। শনিবার পর্যন্ত মোট কলের সংখ্যা ১২ লাখ ৯৬ হাজার ছয়শো ১৪। ফোন করে পাওয়া যায়না এমন অভিযোগও অনেকের।

এই অবস্থায় করোনা ভাইরাস সম্পর্কিত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে মোবাইল অ্রাপ নিয়ে এসেছে একদল চিকিৎসক। যারা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

আস্ক ডক্টর নামের মোবাইল অ্যাপটি ২৬শে মার্চ সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিন কয়েকহাজার কল রিসিভ করছেন ৩ শতাধিক চিকিৎসক। এরই মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ সেবা গ্রহণ করেছেন।

পরামর্শ পেতে চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলা ছাড়াও করোনা ম্যানেজমেন্ট গাইডলাইন পাওয়া যাবে এ্যাপটিতে। কোভিড-১৯ সংক্রান্ত সবশেষ তথ্য, প্রয়োজনীয় প্রশ্নোত্তরের পাশাপাশি বিশেষায়িত হাসপাতালের ঠিকানা এবং ফোন নাম্বারও পাওয়া যাবে। বিভাগভিত্তিক এ্যাম্বুলেন্স সার্ভিসও পাওয়া যাবে এ্যাপে।

এই সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ask doctor এ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। askdoctorbd.com থেকেও ডাউনলোড করা যাবে অ্যাপটি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা