• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মেসি বা ক্রিশ্চিয়ানো নন, সেরা রোনালদো !

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

বিশ্বসেরা কে- লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই প্রশ্নে পুরো ফুটবল বিশ্ব দুইভাগে বিভক্ত। তবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বা পাঁচবারের ক্রিশ্চিয়ানো রোনালদো নন, স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর কাছে বিশ্বসেরা ফুটবলার একজনই-  ‘আসল’ রোনালদো, ব্রাজিলের রোনালদো নাজারিও। মরিনহো মনে করেন, দ্য ফেনোমেনন-রোনালদোর সঙ্গে  চোট যদি এত শত্রুতা না করতো, তাহলে তার অর্জনের খাতাটা আরো অনেক সমৃদ্ধ হতো।

লাইভস্কোরের সঙ্গে আলাপচারিতায় টটেনহাম হটস্পারের বর্তমান কোচ মরিনজো বলেন, ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা রোনালদো, এল ফেনোমেনো। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ক্যারিয়ারটা অনেক লম্বা, ১৫ বছর ধরে তারা প্রতিটি দিনই শীর্ষে আছে। 

বার্সেলোনায় একসময় স্যার ববি রবসনের দোভাষী হিসেবে কাজ করতেন মরিনহো। সেখানেই ব্রাজিলের রোনালদোর সঙ্গে প্রথমবার দেখা হয় মরিনহোর। তিনি বলেন, আমরা যদি শুধু প্রতিভা ও নৈপূণ্য নিয়ে কথা বলি, তাহলে কেউই রোনালদোকে (নাজারিও) ছাড়িয়ে যেতে পারেনি। যখন সে বার্সেলোনায় ববি রবসনের অধীনে খেলতো, আমি বুঝতে পেরেছিলাম সে-ই হচ্ছে বিশ্বের সেরা খেলোয়াড়। ইনজুরিতে তার ক্যারিয়ার শেষ না হলে সেটি হতে পারতো আরো অবিশ্বাস্য, কিন্তু ১৯ বছরের একটি ছেলেও তো অবিশ্বাস্য রকমের প্রতিভার স্বাক্ষর রেখেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা