• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মেলবোর্ন পরীক্ষার আগে ভারতীয় দলে চমক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

মেলবোর্ন টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। দলে রয়েছে বেশকিছু চমক। আশঙ্কা মতোই ধারাবাহিক ব্যর্থতার জেরে দল থেকে বাদ পড়েছেন দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। দলে ফিরেছেন রোহিত শর্মা।

প্রথম দুই টেস্টে ব্যর্থ হওয়া দুই ওপেনার বিজয় এবং রাহুলকে বসিয়ে দিয়েছে ভারত। সেই সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে, ওপেনার মায়াঙ্ক আগরেয়ালের অভিষেক হতে যাচ্ছে। রোহিত শর্মার সঙ্গে দলে ফিরছেন রবীন্দ্র জাদেজাও।

পৃথ্বী শ’র চোট, রাহুল-মুরালির ব্যর্থতার কারণেই দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মায়াঙ্ককে। তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় মেলবোর্নে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে চলেছেন ঘরোয়ায় রানবন্যা ছোটানো ২৭ বছরের এ ডানহাতি ব্যাটসম্যান।

মায়াঙ্কের ওপেনিং সঙ্গী কে হবেন, তা নিয়ে অবশ্য কৌতূহল রয়েছে। একদিনের ম্যাচে ওপেনার রোহিতকে দিয়ে ওপেন করানোর সুযোগ থাকলেও ভারতীয় মিডিয়া বলছে, মায়াঙ্কের সঙ্গে হনুমা বিহারী ওপেন করবেন।

অন্যদিকে পেটের সমস্যা থেকে এখনও সুস্থ না হওয়ায় এই টেস্টেও দলের বাইরে থাকছেন রবীচন্দ্রন অশ্বিন। তার পরিবর্তেই খেলবেন জাদেজা।

বুধবার মাঠে গড়াতে যাওয়া এই বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশেও একটা বদল হতে যাচ্ছে। পিটার হ্যান্ডসকম্বের জায়গায় ডাক পেয়েছেন মিচেল মার্শ। মঙ্গলবার বড়দিনের সকালে মেলবোর্নে দলের অনুশীলনের পর অজি অধিনায়ক টিম পেইন সাংবাদিকদের এ পরিবর্তনের কথা জানিয়েছেন।

অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া যে দল নামিয়েছিল, পার্থের দ্বিতীয় টেস্টে তাতে কোনো বদল হয়নি। হ্যান্ডসকম্বের বাদ পড়া নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক জানান, ‘জানি এই সিদ্ধান্তটা পিটকে(পিটার) একটু হতাশই করবে। তবে নির্বাচকদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছে, কয়েকটা ব্যাপারে তাকে একটু উন্নতি করতে হবে। আমি এটাও জানি, পিট এই ব্যাপারটা খোলা মনেই নেবে।’

সিরিজের প্রথম টেস্টে জিতেছিল ভারত। পার্থে রীতিমতো লড়াকু ক্রিকেট খেলে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। মেলবোর্নেও যে অজিদের ঝাঁঝাঁলো মেজাজে পাওয়া যাবে এটাও স্পষ্ট করে দিয়েছেন স্বাগতিক অধিনায়ক।

‘পরিবর্তন তো হতেই পারে। গত অ্যাসেজেও দলে আমরা ছোটোখাটো বদল এনেছিলাম। আগেই বলেছি সিরিজটা বেশ লম্বা এবং বেশিরভাগ সময়টাই গরমের মধ্যে খেলতে হচ্ছে। তাই বোলারদের একটু বেশিই ধকল যায়। মিচ দলে ফিরলে ব্যাটিংটা তো মজবুত হবেই। বোলারদেরও যোগ্য সহায়তা করবে।’

দুই টেস্টের চার ইনিংসে ৪০ উইকেট নিয়েছেন ভারতের বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নেই। অ্যাডিলেড টেস্টে সেঞ্চুরি করেছিলেন চেতেশ্বর পূজারা। পার্থ টেস্টে সেঞ্চুরি করেন বিরাট কোহালি। আর রাহানে দু’বার পঞ্চাশ করেছেন দুই টেস্টে। বাকিদের অবস্থা বেশ উদ্বেগের।

সেই কারণেই বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার আবেদন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার কথায়, ‘আমাদের বোলাররা ভালো করছে। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করা জরুরি। না হলে আমরা যে ধরনের রান স্কোরবোর্ডে তুলছি, তাতে বোলারদের পক্ষে লড়াই চালানো সম্ভব হবে না।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা