• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মুন্সিগঞ্জ রাস্তাটি সংস্কারে ধীরগতি চরম ভোগান্তিতে জনসাধারণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

দীর্ঘ প্রত্যাশার পরে বংশীপুর টু মুন্সিগঞ্জ রাস্তাটি সংস্কারকাজ শুরু হলেও ধীর গতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীসহ জনসাধারণ। দীর্ঘদিন যাবৎ রাস্তাটিতে সঠিকভাবে রুলার ও পানি না দেওয়ায় দুর্ঘটনা সহ ধুলাবালিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। রাস্তার পাশ দিয়ে যে সকল জনবসতি আছে তাদেরকে বসবাস করা বিপর্যস্ত হয়ে পড়ছে। বাইরে থেকে সুন্দরবন ভ্রমন কারী পর্যটকরা ও ভোগান্তিতে পড়ছে। বর্তমান সময়ে কোন ভাইরাসের আক্রান্ত নিয়ে বিশ্বব্যাপী একটি আতঙ্কের মধ্যে রয়েছে। ঠিক সেই সময় ঠিকাদাররা সঠিকভাবে রাস্তাটি পর্যবেক্ষণ না করায় ধুলাবালির মাধ্যমে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কায় রয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ।

সরোজমিনে বাস ছালোক আব্দুল আলীম বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সঠিকভাবে রুলার না করায় চলাচলের খুবই সমস্যা হচ্ছে এমনকি গাড়ির সামনের চাকা বাস্ট হয়ে দুর্ঘটনা আশঙ্কায় থাকতে হচ্ছে। মটর সাইকেল চালক আদেশ মন্ডল বলেন, মোটরসাইকেলে ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। রাস্তায় রোলার ভালোভাবে ও নিয়মিত পানি না দেয়ার কারণে ছোট ছোট খ প্রচুর পরিমাণে ধুলাবালির ওরা কারণে যাত্রীরা গাড়িতে উঠতে চাচ্ছে না । এছাড়া যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে যাত্রীরা গাড়িতে উঠতে ভয় পাচ্ছে। খুলনা থেকে আসা একজন ভ্রমণপিপাসু বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন দেখতে অনেক দূর থেকে এসেছি কিন্তু রাস্তার যে অবস্থাতা আশার ছেয়ে  না আশায় ভালো ছিল। কাজ তদারকির দায়িত্বে থাকা বাবু জানান, জনবলের কারণে কাজটি শুরু করতেে একটু বিলম্বব হচ্ছে দুই-একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে । সড়ক জনপদের উপ-সহকারী প্রকৌশলী কামরুল শেখ বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে এছাড়া অতিরিক্ত ধুলাবালি ও পাথর উঠার বিষয়টি ঠিকাদারদের বলে দিচ্ছি পানি ছিটিয়েেে নিয়ন্ত্রণে আনার জন্য। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি সংশ্লিষ্ট্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে তার ব্যবস্থা গ্রহণ করবে ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা