• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মুজিব জন্মশত বর্ষ উদযাপনে দেবহাটায় মতবিনিময় সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেবহাটা উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধি ও পেশাজীবী মানুষদের কে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী-২০২০ শনিবার বিকাল ৪টায় দেবহাটার কুলিয়া বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী মহিউদ্দীন আহমেদ।

অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াছিন গাজি ও মোছাক সরদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ হাফিজ ও ভোমরা স্থল বন্দর সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক অনিতা মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোঃ শাহ আলম, আসাদুল হক, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় ঘোষিত বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে দেবহাটা উপজেলায় শাখা পর্যায়ে সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শাখাসূমহে পর্যায়ক্রমে মুজিব জন্ম শত বার্ষিকী উদযাপনে গৃহীত
কর্মসূচি বাস্তবায়নে নানামুখি উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত সকলেই মতামত প্রদানের মাধ্যমে অঙ্গিকার ব্যক্ত করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা