• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মানুষকে ঘরে রাখতে আজও সারাদেশে রাস্তায় সেনাবাহিনী ও পুলিশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

অঘোষিত লকডাউনে রাজধানীর সড়কগুলোতে মানুষের চলাফেরা কমেছে। মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় অবস্থানে সশস্ত্রবাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তবে জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফাঁকা ঢাকা। এ যেনো নিঝুমপুরি। অঘোষিত লকডাউনে রাজধানী হারিয়েছে তার চির চেনা রুপ। তারপরও যারা অযথা বেরোচ্ছেন রাস্তায়। যাদের ঘরে ফেরাতে তৎপর সেনা সদস্যরা। নতুন করে ছুটি বাড়ায় আবার বেড়েছে ঢাকা ছাড়ার প্রবণতা। সকাল থেকেই ঢাকার ছাড়ার পথ গুলোতে বাড়তি যান চলাচল লক্ষ করা গেছে। পুলিশি প্রহরা ছিলো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। করোনা আতঙ্কের মাঝেও জীবিকার তাগিদে পথে বেরিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। সবার প্রতিক্ষা কবে শেষ হবে এই লকডাউন। স্বাভাবিক হবে নগরজীবন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা