• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মাঠে ফেরার পরিকল্পনা নিয়ে যা বললেন মাশরাফি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

অবসর ঘোষণা না দেওয়ায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারের ইতি টানলেন - এমনটা বলা যাচ্ছে না। তবে তার ক্যারিয়ারের শেষ বিকেল চলছে।  তবে এরইমধ্যে হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও নিউজিল্যান্ড সফরে ঠাঁই হয়নি এ সাবেক পেসারের।

ক্যারিয়ারের সায়াহ্নে এসে এখন কি করবেন মাশরাফি? তার ভবিষ্যত পরিকল্পনা কি? 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফিকে পেয়ে গণমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন তুলেন।

আপাতত ঘরোয়া লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন বলে জানান মাশরাফি।

বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক বলেন,  ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য খেলাধুলা থেমে থাকায় শুধু আমিই কেন, হয়তো কোনো খেলোয়াড়ের কোনো পরিকল্পনা নেই।  প্রত্যেকটা খেলোয়াড় নিজের মতো করেই প্রস্তুতি নিচ্ছে। তবে হ্যা, বিসিবি থেকে যদি কোনো পরিকল্পনা আসে, তারপরে সে অনুযায়ী আগানো যাবে। ইনশাআল্লাহ সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। তারপর দেখা যাক।’

চলতি মাসেই শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) লিগ দিয়েই কি মাঠে ফেরার পরিকল্পনা করছেন কি না- এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘না, আমি এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। দেখা যাক। এনসিএল তো চারদিনের, আপাতত এ চিন্তা নেই। ওই তো বলছি, দেখা যাক।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা