• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মাজেদের ফাঁসি দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। এটি মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার। রোববার (১২ এপ্রিল) দুপুরে ধানমন্ডির নিজ বাসায় এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, তার ফাঁসি সরকারের পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সবাইকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষকে ঘরে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। একই সঙ্গে, নিয়ম মেনে চললে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে দেখা দিয়েছে তাও ইনশাল্লাহ আমরা মোকাবিলা করতে সক্ষম হবো।

শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় আরও ৫ আসামি এখনো পলাতক রয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা