• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মশার কামড় থেকে চুলকানি, প্রতিরোধ করবে নেল পলিশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

নখ সাজাতে নেল পলিশের জুরি নেই। নানা রঙের নেল পলিশ নখের আলাদা সৌন্দর্য এনে দেয়। তবে নেল পলিশের আরো কিছু ঘরোয়া ব্যবহার রয়েছে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে চুলকানি কমাতে।

অনেক সময় মশার কামড়ে ত্বকে চুলকানি দেখা দেয়। তা থেকে গতীর ক্ষত। সেখান থেকে ইনফেকশন হয়ে যায় কখনো কখনো। এই সমস্যার সমাধান দেবে নেল পলিশ। মশা কামড়ালে আপনি সেই জায়গায় ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগাতে পারেন, এতে চুলকানি থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়া যাবে। এছাড়া ছারপোকার কামড়েও চুলকানি হয়। এক্ষেত্রেও নেল পলিশ ব্যবহার করতে পারেন। 

এছাড়াও কলার খোসা কিংবা অ্যালোভেরা লাগাতে পারেন। এতে ফোলা ও জ্বলুনি কমবে ও দ্রুত সেরে যাবে। মশার কামড়ে জ্বলুনি বা চুলকানি হলে হাতের কাছে পাওয়া সবচেয়ে সহজ উপাদান হচ্ছে বরফের টুকরা। কয়েক টুকরা বরফ আক্রান্ত স্থানে ঘষে নিন। কিছুক্ষণের মধ্যে তা সেরে যাবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা