• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মধু ও রসুন একসাথে খাওয়ার উপকারিতা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

ডায়বেটিকস রোগীদের জন্য রসুন উপকারি । যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য রসুন উপকারি । যাদের হার্ট দুর্বল আছে তাদের জন্য রসুন উপকারি ।

যাদের ভিতর কিডনি এর সমস্যা আছে তাদের জন্য রসুন উপকারি । রসুন শরীরের ভিতরে এন্টি ফ্যাংগাল হিসাবে কাজ করে । রসুন শরীরের ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে ।

আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে এবং কাশি দূর করে । রসুন শরীরের কোলেস্ট্ররোলকে কুমাতে সাহায্য করে । যাদের ডায়াবেটিস আছে তারা ঔষধের সাথে রসুন খেলে ঔষধ এর কাজ বেশি করে ।

কোথায় কেটে রসুন বেটে রস দিলে সেখানে দিলে সেরে যাবে । রসুন স্পার্ম এর পরিমান কে বাড়িয়ে যাদের যৌন দূর্বলতা আছে তাদের স্বাভাবিক করতে সাহায্য করে ।

যাদের বুকজ্বালা আছে তারা রসুন খাবেন না । যাদের আলসার আছে তারা রসুন খাবেন না যারা পেটের সমস্যায় তারা রসুন খাবেন না । রাতে শোয়ার আগে এক চামচ মধু এবং এক কোয়া রসুন খেলে এরকম অনেক সমস্যার সমাধান হবে ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা