• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভুটানে জরুরি ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে জরুরি ওষুধ সামগ্রী পাঠিয়েছেন। দুই দফায় ভুটানে এই ওষুধ যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ভুটানের রাজার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই ওষুধ সামগ্রী পাঠানো হচ্ছে। এই ওষুধের মধ্যে রয়েছে বেক্সিমকোর ১০ লাখ মাল্টিভিটামিন গোল্ড ও স্কয়ারের ৫ লাখ ভিটামিন সি ট্যাবলেট।

প্রথম দফার ওষুধ নিয়ে গাড়ি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা ছেড়েছে। বুড়িমারী বন্দর দিয়ে এই গাড়ি থিম্পু পৌঁছাবে। আর আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় ওষুধ যাবে ভুটানে।

এর আগে ভুটানে চিকিৎসা সরঞ্জাম ও হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়েছিল বাংলাদেশ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা