• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভারতের মুসলিমদের পক্ষে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

ভারতের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে না অভিযোগ করে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে ইউনাইটেড কমিশন অন ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডমের (ইউএসসিআইআরএফ) সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির সদস্যরা এমন অভিযোগ তুলে এ বিক্ষোভ করেন তারা।

ভারতের বিরুদ্ধে ইউএসসিআইআরএফ অভিযোগ করে বলছে, ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে যে ধরনের নিপীড়ন চালানো হচ্ছে, তার ওপর ভিত্তি করে ভারত তো বটেই সে দেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা দরকার।

তবে মার্কিন প্রেসিডেন্ট ভারতের এসব বিষয়কে ভারতের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করছে।

এদিকে বিক্ষোভের বিষয়টির সমালোচনা করেছে ভারত। নয়াদিল্লি বলছে, ইউএসসিআইআরএফ ভুলভাবে বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরছে। তবে এ ধরনের কাণ্ড দেখে ভারত বিস্মিত নয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা