• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভারতকে গোনাতেই ধরতাম না : ইমরান খান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মহা পরাক্রমশালী দলটির নাম ভারত। বিশ্বকাপে দেখা হলেই ভারতের সামনে নতজানু হয়ে বসে পড়ে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, যে কোনো দলই দাঁড়াতে পারেনা ভারতের সামনে। অথচ, একসময় ভারতীয় দল ছিল ভঙ্গুর। আর পাকিস্তান ছিল ইমরান খানের নেতৃত্বে প্রবল শক্তিশালী। সেই সময়ের স্মৃতিচারণ করে এবার ভারতের ক্রিকেট দলকে নিয়ে ঠাট্টাই করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী।

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের আয়োজিত একটি ইভেন্টে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন ইমরান খান। সেখানেই তিনি নিজের খেলার সময়ের দিনগুলোর এক একটি গল্প শোনাতে গিয়ে বলেন, 'আমি পাকিস্তান দলের অধিনায়ক থাকাকালীন কখনওই ভারতীয় দলকে নিয়ে ভাবতাম না। ওদেরকে হিসাবের মধ্যে রাখতাম না। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল আমাদের ভয়ের কারণ। ভারতকে তো আমরা কতবার হারিয়েছি। ওদের জন্য খারাপই লাগে।'

ইমরান আরও বলেন, 'ভারতীয় ক্রিকেটাররা তখন খুব চাপে থাকত। টসের সময় তাদের অধিনায়খের মুখ দেখেই বুঝতাম, বেচারা প্রচণ্ড চাপে আছে!' উল্লেখ্য, ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর থেকে দেশটি ফিক্সিং, দুর্নীতি, মাদক আর নারী কেলেঙ্কারিতে জর্জরিত। এখন ভারতের সামনে পাত্তাই পায় না পাকিস্তান দল। এবার লকডাউনের সুযোগে দুই দেশের সাবেক ক্রিকেটাররা কাদা ছোড়াছুড়ি করছেন। সম্প্রতি সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বলেছিলেন, ভারতীয়রা দলের জন্য নয়, নিজের জন্য খেলে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা