• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়েই বেশি হেরেছি : তামিম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মে ২০২১  

ঘরের মাঠে আরও একটি ওয়ানডে সিরিজের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে দলের অধিনায়ক তামিম ইকবালের চিন্তার বড় অংশ জুড়ে ফিল্ডিং। তিন ফরম্যাট মিলে গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম বড় কারণ ফিল্ডিং।

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি কিংবা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট- সবখানেই প্রকট হয়ে দেখা দিয়েছে ফিল্ডিং ব্যর্থতা। একের পর এক ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। ফলে মেলেনি জয়।

তাই আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে এ বিষয়টির দিকেই বাড়তি মনোযোগ ওয়ানডে অধিনায়ক তামিমের। ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ জিতলেও, তিন ফরম্যাট মিলে শেষ দশ ম্যাচে জয় নেই বাংলাদেশের। এক্ষেত্রে বড় দায় সেই ফিল্ডিংয়েরই।

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম জানালেন, মাঠে যত ব্যর্থতাই দেখা যাক না কেন, অনুশীলনে ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রমই করছেন তারা। তবে ফিল্ডিং ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করেননি তিনি। বরং আগের ব্যর্থতা মেনে নিয়েই নতুন শুরুর আশায় তিনি।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘এটাই (ফিল্ডিং) একটা বিষয়, যা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। গত পাঁচ মাস আমাদের খেলা দেখেন যদি, তাহলে দেখুন, ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়ের কারণেই বেশি ম্যাচ হেরেছি আমরা। ঘরের মাঠে দুই টেস্ট কিংবা নিউজিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেটা দেখুন।’

তিনি আরও যোগ করেন, ‘গুরুত্বপূর্ণ সময়ের ফিল্ডিংয়েই আমরা ম্যাচ ছেড়ে দিয়েছি। সবাই দেখে মাঠে আমরা ম্যাচের দিন কী করছি, খুব কমই মানুষই দেখে অনুশীলনে কী করি আমরা। আমার মতে, (ফিল্ডিংয়ে) উন্নতির জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

দলের সবার কাছে ফিল্ডিং থেকে বাড়তি চাওয়ার কথা জানিয়ে টাইগার অধিনায়ক বলেছেন, ‘আমাদের সবাই ভালো করতে চায়। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়েই ভুলগুলো করছি। অন্যসব দলের মতো, আমাদের সব ফিল্ডারর বিশ্বমানেন নয়। তবে আমাদের অনেক ভালো ফিল্ডার আছে।’

‘আমাদের শুধু এটুকু নিশ্চিত করতে হবে যে, সামর্থ্যের সবটুকু যেন দিতে পারি। ম্যাচে যে পজিশনে যে-ই ফিল্ডিং করুক না কেন, তার সেরাটা দিতে হবে। সুযোগ আসলে তা নিতে হবে। ভালো একটা ক্যাচ, অসাধারণ একটা রানআউট করতে পারলে আরও বেশি ম্যাচ জিততে পারব আমরা।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা