• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ব্যবহারকারীদের মোটা অংকের টাকা দেবে স্ন্যাপচ্যাট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টধারীদের সামনে বেশ ভালো সুযোগ রয়েছে। ভিডিও হিট হলেই প্রতিদিন ১০ লাখ ডলার করে দেবে প্রতিষ্ঠানটি। স্ন্যাপচ্যাটে এরই মধ্যে ‘স্পটলাইট’ নামে একটি ফিচার চালু রয়েছে। এর আওতায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান থাকবে। যথেষ্ট সাড়া পাওয়া গেলে স্ন্যাপচ্যাট কতৃপক্ষ ২০২১ সালেও এটি অব্যাহত রাখবে।

জানা গেছে, পুরো টাকা একজনকে দেয়া হবে না। সবচেয়ে বেশি প্রদর্শিত ও আলোচিত ভিডিও’র মধ্য থেকে নির্বাচিত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টধারীদের এ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টধারীদের এ প্রতিযোগীতায় অংশ নিতে এ সংক্রান্ত স্ন্যাপচ্যাটের যাবতীয় নিয়মকানুন মেনে চলতে হবে। এছাড়া ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ হতে হবে। শুধু তাই নয়, ভিডিও ভাইরালের পর অ্যাকাউন্টের সত্যতাও যাচাই করবে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের ফলে যদি স্ন্যাপচ্যাট সাফল্য পায়, তাহলে এর প্রতিদ্বন্দ্বী টিকটককে বড় চ্যালেঞ্জে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে বেশ আশাবাদী কনটেন্ট বিনিময় ও বার্তা চালাচালির প্লাটফর্ম স্ন্যাপচ্যাট।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা