• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বেনাপোলে ৮২ বোতল ফেনসিডিলসহ শিক্ষক আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম সুমন (৪৪) নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে একটি মোটরসাইকেলসহ বিজিবি তাকে আটক করে। আটক নজরুল ইসলাম সুমন বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে ও বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে মাদকের একটি চালান সীমান্ত পার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল ধাওয়া করে সুমনকে আটক করে। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্য থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী থেকে ফেনসিডিলের চালানটি নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। এর আগে তার সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটকের আরো ৫ সহযোগী ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা