• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বুধহাটা প্রদর্শনী ক্ষেতে নমুনা ফসল কর্তন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

আশাশুনি উপজেলার বুধহাটায় প্রদর্শনী ক্ষেতে নমুনা ফসল কর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে বুধহাটা গ্রামে এ ফসল কর্তন করা হয়।

বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের বুধহাটা গ্রামের কৃষক আজহারুল ইসলাম গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে ব্রিধান ৮৬ প্রদর্শণী ক্ষেতে ধান চাষ করেন। ফলন নিরুপণের জন্য ফসল কর্তন করা হয়েছে।

ফসলের জীবনকাল ১৩৩ দিন, ৮ ফুট ৩.৭৫ ইঞ্চি ব্যাসার্ধের বৃত্তাকার প্লটে ফসল কর্তনে দেখা গেছে, কাচা ফলন ১৪.২৫ কেজি পাওয়া গেছে এবং কাচা ধানের আর্দ্রতা ২৪% এবং শুকনা ফলন ৬.০০ মেঃটন পাওয়া গেছে। অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি চাষীকে বীজ সংরক্ষণের পরামর্শ প্রদান করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা