• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২২ লাখ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মত ২ হাজার অতিক্রম করলো মৃত্যু সংখ্যা, তিন সপ্তাহ বাড়লো লকডাউনের মেয়াদ।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মত দুই হাজার অতিক্রম করেছে মৃতের সংখ্যা। একদিনে ২ হাজার ১৭৪ জনের মৃত্যুতে দেশটিতে এখন মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজার। অন্যদিকে, ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৌনে সাত লাখ মানুষ করোনা আক্রান্ত। প্রায় ২ কোটি বিশ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। গণমাধ্যমের তথ্যমতে, প্রতি ৭ জন মার্কিনীর মধ্যে একজনই এখন বেকার।

এদিকে ফ্রান্সে নতুন করে ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। আর ইতালি ও স্পেন দুটি দেশেই ৫ শ'রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বেলজিয়ামে প্রথমবারের মত ২৪ ঘণ্টায় চারশো ছাড়িয়েছে মৃতের সংখ্যা।

ভারতে নতুন করে ২৬ জনের মৃত্যুতে কোভিড-১৯ এ এখন পর্যন্ত মৃত সাড়ে চারশো। আক্রান্ত সাড়ে ১৩ হাজারেরও বেশি। এর মধ্যে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে নতুন করে ১০৭ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। যাদের মধ্যে ২৬ জনই এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে বসবাস করে।

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ২২ লাখ। করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ ।    

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা