• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।

সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ হাজার ৯২৬ জনের। যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৯শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটূক্তির জবাবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস। তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় সব দেশের সঙ্গেই আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে।

এদিকে, করোনা ইস্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে বেশি প্রাধান্য দিয়ে আসছে এমন অভিযোগ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে জাতিসংঘের জন্য মার্কিন তহবিল দেয়ার বিষয়টি ভেবে দেখবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ভাইরাসটি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে পদত্যাগ করেছেন সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী।

ভারতের  মুম্বাইয়ে ৩০শে এপ্রিল পর্যন্ত লকড ডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলার হটস্পটগুলো সিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এছাড়া সব প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বিনামূল্যে করোনার পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা