• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধি রুপা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আফরোজা রুপা। এবার মালয়েশিয়াতে বসবে এই প্রতিযোগিতার মূল আসর। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুপা।

মালয়েশিয়াতে ১৬টি দেশের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল আসরে বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন রুপা।

গত ১৭ ফেব্রুয়ারি হোটেল র‌্যাডিসনে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—মুনমুন আহমেদ, এমদাদ হক, অনন্ত জলিল এবং বর্ষা। বিচারকদের রায় ও দর্শকদের ভোটে সেরা দশ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন রুপা।

বাংলাদেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত বছরের ২৯ অক্টোবর। অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে ১১০জনকে নির্বাচিত করা হয়। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম অডিশন রাউন্ড। যেখান থেকে ২৮জনকে চূড়ান্ত করা হয়। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফাইনালে অংশ নেন সেরা ১০ প্রতিযোগী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা