• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিপিএলে প্রথম ‘এমপি’ মাশরাফি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮  

নির্বাচনী আমেজ শেষ! বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ডংকা। সবকিছু ঠিকঠাক থাকলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে খেলা প্রথম 'এমপি' হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।

রোববার অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৫৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

নড়াইল-২ আসন থেকে বিজয়ী হয়েছেন মাশরাফি। বেসরকারি হিসাব মতে, ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। প্রায় ৩৪ গুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ম্যাশ।

মাশরাফির এ বিজয়ে আনন্দিত অসংখ্য ভক্ত-সমর্থক। ব্যতিক্রম নয়, বিপিএলে তার দল রংপুর রাইডার্সও। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে নড়াইল এক্সপ্রেসকে প্রতিযোগিতাটিতে খেলতে যাওয়া প্রথম এমপি (সংসদ সদস্য) হিসেবে অভিহিত করা হয়েছে।

ছবির ক্যাপশনে রংপুর রাইডার্স লিখেছে, আরেকটি অসাধারণ অর্জনে মাশরাফি বিন মুর্তজাকে অভিনন্দন। বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি হতে যাচ্ছেন তিনি।

আসছে ৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। এবারো রংপুর রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করবেন মাশরাফি। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছে উত্তরবঙ্গের দলটি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা