• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়ে সমালোচনা করছে: কাদের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জুন) সকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এসময় সরকার নানান সীমাবদ্ধতা স্বত্বেও সামর্থ্য অনুযায়ী এই মহামারি মোকাবিলা করে যাচ্ছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস রোধ এবং চিকিৎসায় যেসকল সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে সেগুলোর যথাযথ বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। যত্রতত্র মাস্ক,  গ্লাভস, স্যানিটাইজারের কৌটা ফেলে রাখায় একদিকে দূষণের প্রবণতা বাড়ছে অপরদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এসকল সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা