• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাল্য বিবাহের কবল থেকে কিশোরীকে উদ্ধারসহ অভিভাবককে জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

দেবহাটায় হামিদা আক্তার বৈশাখী (১৪) নামের এক কিশোরীকে বাল্যবিবাহের জন্য কোর্টে নিয়ে যাওয়ার প্রাক্কালে উদ্ধার, মুচলেকা গ্রহণসহ ভিকটিমের অভিভাবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে ভিকটিম কিশোরীর খালা শিল্পী খাতুনকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিকটিমকে বাল্য বিবাহ না দেয়ার জন্য ওই কিশোরীর পিতা উত্তর সখিপুর গ্রামের আব্দুল হামিদ ও মা মাসকুরা খাতুনের থেকে লিখিত মুচলেকাও গ্রহণ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ তে ফোন করে ভিকটিম কিশোরীকে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দিয়ে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে মর্মে অভিযোগ করা হলে, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের নির্দেশে তাৎক্ষনিকভাবে কোর্টে নিয়ে যাওয়ার পথিমধ্যে রাস্তা থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার সহ পুলিশ সদস্যরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা