• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

তিনি বলেছেন, সরকার এই সিন্ডিকেট ভাঙতে কাজ করছে। গতকাল শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

 

সিন্ডিকেটের কাছে সরকার হেরে যাচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, একটি সিন্ডিকেট সব সময় কাজ করে। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া—এই কথাটা ঠিক নয়। সরকার সিন্ডিকেট ভাঙতে কাজ করছে। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, মহামারিতে বাজারমূল্য কিংবা আমদানি-রপ্তানি কোথাও আগের পর্যায়ে নেই।’

 

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা বলা হয়, এত দিন সব সাংগঠনিক কার্যক্রম নাকি বন্ধ ছিল। এ কথা ঠিক নয়। সাত মাস ধরেই আমাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম ছিল। বন্যা, ঘূর্ণিঝড় ও করোনা মোকাবেলায় আমাদের নেতাকর্মীরা সারা দেশে সক্রিয় ছিল।’

 

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বারবার বিফ্রিং করে আন্দোলনের ডাক দিচ্ছেন। পরীক্ষার পরে আন্দোলন, রোজার ঈদের পরে আন্দোলন, কখনো কোরবানির পরে আন্দোলন; কত রোজা গেল, ঈদ কত গেল, কত পরীক্ষা চলে গেল, এই বছর না ওই বছর, আন্দোলন করে বিএনপি।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা