• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশ ম্যাচের পরই করোনা ধরা পড়লো নেপাল ম্যানেজারের

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

করোনা আক্রান্ত হয়েছেন নেপাল জাতীয় ফুটবল দলের ম্যানেজার মধুসূদন উপাধ্যায়। গতকাল (মঙ্গলবার) ম্যাচের পরই নিয়ম মেনে পুরো নেপাল দলকে কোভিড টেস্ট করানো হয়। গভীর রাতে পরীক্ষার ফলাফল আসে।

তাতে দেখা যায়, নেপাল ম্যানেজারের করোনা পজিটিভ। তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দলের বাকি সদস্যরা সবাই নেগেটিভ হয়েছেন।

এ নিয়ে বাংলাদেশে দুই ম্যাচের সিরিজ খেলতে আসা নেপাল দলের তিনবার করোনা পরীক্ষা হলো। বাংলোদেশে আসার পর একবার, প্রথম ম্যাচের পর একবার এবং দ্বিতীয় ম্যাচের পর আরেকবার পরীক্ষা হলো।

আগামীকাল (বৃহস্পতিবার) নেপাল ফুটবল দল চার্টাড ফ্লাইটে দেশে ফিরে যাবে। তবে করোনার কারণে ম্যানেজারকে আরও তিন-চারদিন থাকতে হবে বাংলাদেশে।

এদিকে নেপাল জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কিরণ বুধবার দুপুরে বাংলাদেশ থেকে সরাসরি চলে যাচ্ছেন ভারতে। সেখানে আইলিগে পাঞ্জাব দলের হয়ে খেলবেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে। গত শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল অতিথি দলটিকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা