• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানালেন তামিম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনা মহামারিতে বাংলাদেশে বিরাজ করছে স্থবির অবস্থা। ইতোমধ্যে সংক্রমণের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই, মৃত্যু পেরিয়েছে শতকের কোটা। অস্থিতিশীল অবস্থায় পুরো দেশে চলছে লকডাউন। করোনায় সৃষ্ট ঝামেলা মেটাতে এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের কর্মীরা। সাহসী ও মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল-২ আসনের এমপি ও টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার ম্যাশের কন্ঠের সঙ্গে সুর মিলিয়ে পুলিশের গুণ গাইলেন ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল।

এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশ পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা লকডাউন ও মানুষের কোয়ারেন্টাইন নিশ্চিত করছে। এমনকি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিচ্ছেন।’

তামিম বলেন, ‘করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থাও বাংলাদেশ পুলিশের সদস্যরা করছেন। নিজেদের বৈশাখি ভাতা ও বেতন সহ মোট বিশ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন।’

খান সাহেব বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের এই অস্থিতিশীল অবস্থায় বাংলাদেশ পুলিশের মানবিক ও সাহসী কাজের জন্য বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’

করোনা ঠেকাতে মানুষকে সচেতন করে টাইগার কাপ্তান বলেন, ‘আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থায় করি এবং বাংলাদেশ পুলিশকে সাহায্য করি।’

প্রাদুর্ভাবের প্রায় তিন মাসের মধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি নভেল করোনাভাইরাস। বাংলাদেশে সর্বপ্রথম ৮ মার্চ করোনা রোগি শনাক্ত হয়। শনাক্তের মাত্র এক মাসের মধ্যেই তিন হাজার ছুঁয়েছে সংক্রমিত রোগির সংখ্যা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা