• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বসা থেকে উঠেলেই মাথা ঘোরে, কঠিন রোগের লক্ষণ নয় তো?

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

অফিসে বা বাড়িতে বসে থেকে কাজই বেশি। অনেকেরই দেখা যায় দীর্ঘক্ষণ একটানা বসার পর উঠে দাঁড়ালেই মাথা ঘোরে। সেইসঙ্গে চোখ ঝাপসা দেয়া, মাথা ব্যথা শুরু হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

এটিকে সাধারণ সমস্যা ভেবে অনেকেই এড়িয়ে যান। আপনারও কি মাঝে মাঝে এমনটা হচ্ছে? তাহলে অবহেলা নয় চিকিৎসকের শরণাপন্ন হোন। বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন এ সমস্যা হওয়া কিছু রোগের লক্ষণ প্রকাশ করে। জেনে নিন সেগুলো-

স্নায়ুর সমস্যা

অনেকেরই স্নায়ুর সমস্যার কারণে হঠাৎ শোয়া অবস্থা থেকে বা বসা অবস্থা থেকে উঠলেই মাথা ঘোরে। মাথা ঘোরার সমস্যার সঙ্গে নার্ভ বা স্না‌য়ুর সরাসরি যোগ রয়েছে। তাই ঘন ঘন হলে এটাকে অবহেলা না করাই ভালো।     

রক্তচাপের সমস্যা

অনেক সময় রক্তচাপের সমস্যা হলে এমনটা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রক্তচাপ কম থাকলে অনেক সময় মাথায় সঠিক পরিমাণ রক্ত পৌঁছায় না। তখন মাথা ঘোরার সমস্যা হতে পারে। 

ফোবিয়া  

যাদের বিভিন্ন ধরণের ফোবিয়া আছে তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে। অনেকের ক্ষেত্রে উচ্চতা থেকে হয় আবার অনেকের পানি থেকে। বেশি উঁচু বাড়িতে উঠলেও অনেকের এই সমস্যা হয়। অনেকের তো লিফটেও হয়। এটিও স্নায়ুর সমস্যার কারণে হয়। সেক্ষেত্রে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে।  

ডিমেনশিয়ার কারণে

ডিমেনশিয়ার কারণে ঘন ঘন মাথা ঘোরার সমস্যা হতে পারে। এতে করে মাথায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে।

হৃদযন্ত্রের সমস্যা

ঘন ঘন এমন মাথা ঘোরার সমস্যার কারণ হতে পারে হৃদযন্ত্র বিকল হওয়া থেকেও। তাই যদি মাঝে মাঝেই আপনার এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা