• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বর্ণবাদ ছড়ালেই বন্ধ হবে ফেসবুক আইডি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ জুন ২০২০  

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। শুধু রাজপথই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও এ ইস্যুতে সরব। এর প্রেক্ষিতে ফেসবুকে নজরদারি আরো বাড়ানো হয়েছে।

ফেসবুক জানায়, উগ্র শ্বেতাঙ্গ জাতিয়তাবাদপন্থী যেসব আইডি থেকে বর্ণবাদী ও সাম্প্রদায়িক উসকানীমূলক কথাবার্তা ছড়াচ্ছে, তাদের আইডি বন্ধ করে দেয়া হচ্ছে। এছাড়া অ্যান্টি ফ্যাসিস্ট সংগঠনের সমর্থক সেজে ভূয়া পরিচয়ে প্রোফাইল খোলা অ্যাকাউন্টগুলোও মুছে দেয়া হচ্ছে।

একই সঙ্গে অস্ত্রসহ ছবি ও হুমকিমূলক পোস্ট যেসব আইডি থেকে করা হচ্ছে, সেসব আইডিও বাতিলের আওতায় পড়েছে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই এ ইস্যুকে নিজেদের স্বার্থের অনুকূলে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরো সতর্ক থাকতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা