• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সকলকে একসাথে কাজ করতে হবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা, দারিদ্রমুক্ত, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় দেবহাটা ফুটবল মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচীর উদ্বোধনকালে সকলের প্রতি এ আহ্বান জানান তিনি। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেঁক কাটেন এমপি রুহুল হক। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলার রাখাল রাজা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো আমরা পাকিস্তানীদের পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা ছিনিয়ে আনতে পারতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিব আরো লক্ষ কোটি বছর মানুষের হৃদস্পন্দন হয়ে বেঁচে থাকবে। তাই মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করার জন্যও দলমত নির্বিশেষে সকলের প্রতি আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনর্চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মুজিববর্ষ উপলক্ষে এমপি রুহুল হক উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শিশু কর্ণারের উদ্বোধন করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা