• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘বঙ্গবন্ধু জাতিকে ২৩ বছর স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন’

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতির বাঁচার দাবি ৬ দফা দিয়েছিলেন। তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বলেছিলো অস্ত্রের ভাষায় ৬ দফার জবাব দেয়া হবে। এই প্রেক্ষিতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়েছিল।

মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রীর মতে, ‘বঙ্গবন্ধু ২৩ বছর বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। পরে তিনি এক দফা অর্থাৎ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা