• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ফুলবাড়ীতে ৪’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ মে ২০২০  

করোনা দুর্যোগ পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সরকারি স্কুল মাঠে ও কাশিপুর ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে বিজিবি এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এ সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র উদ্যোগে ৪’শ গরীব অসহায় পরিবারে মাঝে সামগ্রী ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি ও ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম, উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা