• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্লাজমা থেরাপির পথে হাঁটছে কলকাতাও

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মে ২০২০  

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের রক্তে করোনায় আক্রান্তের চিকিৎসা করার পরিকল্পনা করেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার প্লাজমা থেরাপি নামের এই প্রক্রিয়া কলকাতায় শুরু হয়েছে। 

এর আগে চীন ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন রোগীর ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করে এই থেরাপির সুফল পাওয়া গেছে। ভারতের মহারাষ্ট্র ও দিল্লির পাশাপাশি আইসিএমআরের উদ্যোগে ২০টি চিকিৎসা কেন্দ্রে বর্তমানে এই থেরাপির পরীক্ষা চলছে। 

কোভিড থেকে সেরে ওঠার উপযোগী অ্যান্টিবডি করোনা জয়ীদের রক্তের প্লাজমায় মজুত আছে, এই ধারণা থেকেই কোভিড-১৯ জয়ীদের প্লাজমা ব্যবহারের এই প্রয়াস করোনা আক্রান্তদের চিকিৎসায়। তাই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন তিনজনকে ডাকা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে। সেখানকার প্রধান চিকিৎসক প্রসূন ভট্টাচার্য জানান, সোমবার আপাতত ওই তিনজনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই তাদের শরীর থেকে গড়ে ৫০০ মিলিলিটার করে প্লাজমা সংগ্রহ করা হবে।

এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির (আইআইসিবি) গবেষক, ইমিওনোলজি বিশেষজ্ঞ দীপ্যমান গঙ্গোপাধ্যায়। সূত্র: এইসময় ইন্ডিয়াটাইমস ডট কম।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা