• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রগতি সরণি এলাকায় শিক্ষার্থীদের মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

নিরাপদ সড়কের জন্য ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। আজ দুপুর সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের পাশে ফুটপাতে অবস্থান নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বিউপির বিবিএর শিক্ষার্থী নাজমুল করিম বলেন, ডিএনসিসি মেয়র বলেছেন সাত দিনের মধ্যে তারা পরিকল্পনা করবে, এখানে আন্দোলন স্থগিতের কথা বলা হয়নি। আমাদের গত দুইদিনের যে আন্দোলন ছিল সেটা আমরা চালিয়ে যাবো। আন্দোলন স্থগিত করার বিষয়টি একটা মিস কমিউনিকেশনের কারণে হয়েছে। আমাদের প্রশ্ন- মেয়র সাহেব সাত দিন সময় চেয়েছেন পরিকল্পনা করার জন্য, তাহলে বিগত আট মাস সরকার কি করেছে? যেখানে এতদিনে বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেখানে এক মাসে কীভাবে সবকিছুর বাস্তবায়ন সম্ভব?

মানবন্ধনে অংশ নেওয়া একই প্রতিষ্ঠানের অন্য এক শিক্ষার্থী বলেন, গতকাল মেয়রের সঙ্গে যারা মিটিং করেছেন তারা কোনও কেন্দ্রীয় কমিটি না। আমাদের এই আন্দোলনের কোনও মুখপাত্র নাই। যারা প্রেস ব্রিফিং করেছে তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই প্রেস ব্রিফিং করেছেন। আমরা যেহেতু সবাই আন্দোলন করছি, সবার মতামত নিয়েই সিদ্ধান্ত জানাতে হবে। তারা আন্দোলনে আসে নাই এবং তাদের কথায় মানুষ আরও বিভ্রান্ত হয়েছে। আমাদের দাবি বাস্তবায়নের পর আমরা আন্দোলন স্থগিত করবো।

এসময় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হুমায়রা বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় যেভাবে নিয়মতান্ত্রিকভাবে পরিবহন চলে, সারা বাংলাদেশে সেটা কেন বাস্তবায়ন সম্ভব হবে না।

এসময় শিক্ষার্থীরা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের এডিসি এম এ আহমেদ হুমায়ুন বলেন, ‘শিক্ষার্থীদের কোনও বাধা দেওয়া হচ্ছে না। তারা যেখানে দাঁড়িয়েছে তাতে কোনও সমস্যা নেই। রাস্তায় কোনও অবরোধ নেই। যান চলাচল স্বাভাবিক আছে।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা