• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাবনা থাকবেন শাকিব খান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

গত শুক্রবার পাবনায় গিয়েছিলেন শাকিব খান। রাতে অংশ নেন নতুন ছবির মহরতে। শনিবার সকাল থেকে ছিলেন ক্যামেরার সামনে। শুরু হয়ে গেছে তাঁর ঈদের সিনেমার শুটিং। তবে ভারতীয় নায়িকা আসবেন দুই দিন পর। পাবনা ও আশপাশের এলাকায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং হবে। এরপর তিনি ঢাকায় ফিরবেন। এসেই শুটিং শুরু করবেন নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির।

 

ঢালিউডে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, পুরোনো ছবি নিয়েই ঈদে পর্দায় থাকবেন শাকিব। আর আত্মবিশ্বাসী শাকিব বরাবরই বলে আসছিলেন, ‘আমার ভক্তরা নতুন ছবিতেই ঈদ উদ্‌যাপন করবে।’ এবার বোঝা গেল সেই আত্মবিশ্বাসের কারণ।

 

ছবিটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। বিশেষ করে ছবির গল্পটা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। এ এক নিখাদ প্রেমের গল্প। এমন গল্পের জন্যই অভিনয়শিল্পীরা অপেক্ষা করে থাকেন। শনিবার রাতে পাবনা থেকে প্রথম আলোকে শাকিব বলেন, ‘আমি মুগ্ধ, অভিভূত। এই ছবির গল্প শুনে আমার অন্তর কেঁপে ওঠে। একই সঙ্গে পরিচালক ভালো, সহশিল্পীরা ভালো, টেকনিক্যাল হ্যান্ডস যাঁরা আছেন, তাঁরাও বেশ আধুনিক। টানা ২২ দিনের মতো শুটিং করলেই আমার অংশের কাজ শেষ হয়ে যাবে। খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে।’

 

পাবনার একটি নয়নাভিরাম অবকাশযাপন কেন্দ্রে শুরু হয়েছে ‘অন্তরাত্মা’ ছবির শুটিং। শুক্রবার দলবল নিয়ে সেখানে পৌঁছান শাকিব। এ রাতেই ছিল ছবির জমকালো মহরত—নাচ, গান, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা। ঢাকার বাইরে বড় আয়োজনে ছবির এ মহরতের প্রশংসা করেছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট অনেকে।

 

ছবির অভিনয়শিল্পীদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ প্রমুখ। ছবিতে আরও অভিনয় করবেন ভারতের কলকাতার দর্শনা বণিক, ঝুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ। সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শাকিব ও শাহেদ শনিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও একে একে যোগ দেবেন।’

অন্তরাত্মা’ ছবির অভিনেত্রী দর্শনা বণিক আগেও বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছেন। এবার শাকিব খানের সঙ্গে কাজ করবেন বলে ভীষণ রোমাঞ্চিত এই অভিনেত্রী। প্রথম আলোকে তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক। তাঁর অভিনীত ছবি “নাকাব” দেখেছি। তা ছাড়া ফেসবুকে তাঁর অভিনীত অনেক ছবির খণ্ড খণ্ড ফুটেজ দেখার সুযোগ হয়েছে। তাঁর সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছি।’

 

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট। সোহানী হোসেনের গল্পে এই ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এর আগে ‘সত্তা’ ছবিটি প্রযোজনা করে প্রশংসিত হয়েছিলেন সোহানী হোসেন। কয়েকটি বিভাগে ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। মৌলিক গল্পনির্ভর ‘অন্তরাত্মা’ ছবিটি ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।

 

 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা