• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটুরিয়া ঘাটে যানবাহনের জট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারনে গত কয়েক দিন ধরে রাতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন পারাপারে ধীরলয়ের কারণে পাটুরিয়া প্রান্তে অপেক্ষমান যানবাহনের দীর্ঘসারি তৈরী হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরো বাড়তে থাকে। সন্ধ্যায় ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অনেক যানবাহন অপেক্ষমান দেখা যায়। এ অবস্থায় তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে রাতের বেলায় ঘন কুয়াশার কারনে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। মাঝে মাঝেই কয়েক ঘন্টা ফেরি বন্ধ রাখতে হচ্ছে। অনেক সময় রাতের পরিবহনগুলোকে ঘাট পার হতে সকাল পর্যন্ত অপক্ষো করতে হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, এম্বুলেন্স ও যাত্রীবাহী বাসগুলো আগে পার করার কারনে পণ্যবাহী ট্রাকগুলো আটকে যাচ্ছে। অনেকক্ষেত্রে পণ্যবাহী ট্রাকগুলোকে দুদিন অপেক্ষা করে ফেরি পার হতে হচ্ছে। কার আগে কে পার হবে সে প্রতিযোগিতায় জট লাগছে মাঝে মাঝেই।

পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীদ্দীন রাসেল বলেন, 'কয়েক দিন ধরে রাতে ঘন কুয়াশার কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারনে ফেরিতে যানবাহন পারাপারে বিলম্ব ঘটছে। সব নাইটকোচ রাতেই পার করা সম্ভব হচ্ছে না। ফেরি পারের অপেক্ষমান যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নৌ-রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা