• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাকিস্তানে তাবলিগ জামায়াতের আরও ১৪ জন করোনায় আক্রান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

পাকিস্তানের রায়ওয়াইন্ড তাবলিগি মারকাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ এ পৌঁছেছে। সেখানে আরও ১৪ জনকে পরীক্ষা-নিরীক্ষার পরে তাদের টেস্ট পজিটিভ হয়েছে।

প্রাদেশিক রাজধানীর অন্যান্য অংশে গত ২৪ ঘন্টার মধ্যে ১৫ ১৪ জনকে পরীক্ষার পরে টেস্ট পজিটিভ হয়েছে বলে জানা গেছে।

পাঞ্জাব স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত করোনাভাইরাস সম্পর্কিত দৈনিক পরিস্থিতি-প্রতিবেদন বলছে, রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে একজন প্রবীণ লোক (করোনা) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৮৩ বছর বয়সী এই বৃদ্ধ সম্প্রতি ইংল্যান্ড থেকে এসেছিলেন।

পাঞ্জাবে এখন পর্যন্ত মোট ১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে লাহোর ও রাওয়ালপিন্ডিতে চারজন এবং ফয়সালাবাদ ও রহিম ইয়ার খানে একজন করে  আক্রান্ত হয়েছেন।

এদিকে, প্রদেশটিতে কোভিড -১৯ রোগী হিসাবে আরও ৬৪ জনকে সনাক্ত করা হয়েছে। লাহোরে  ১৭৮ জনসহ প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৪৮ জন।

লাহোরের পরে গুজরাট করোনাভাইরাসের ফ্ল্যাশপয়েন্টে পরিণত হয়েছে। কারণ, গত ২৪ ঘন্টায় জেলার ২৪ জনের করোনা পরীক্ষা পজিটিভ হয়েছে।

সেখানে নিশ্চিত হওয়া কোভিড -১৯ এর রোগী সংখ্যা ৮৬ জনে দাঁড়িয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা