• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নড়াইলে আরও তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

নড়াইলে নতুন করে আরও তিন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। সোমবার দুপুরে সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত চিকিৎসকদের মধ্যে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই জন এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন।

এদিকে গত রবিবার নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় তিন জনের করোনাভাইরাস ধরা পড়ে। প্রসঙ্গত, জেলায় লোহাগড়া উপজেলার সৈয়দ সুজন নামে এক যুবকের শরীরে প্রথম করোনাভাইরাস ধারা পড়ে। তবে তিনি নিজ বাড়িতে থেকে চিকিৱসা নিয়ে এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা